গতকালের পোস্টে আমরা দেখেছি চরমোনাইর পীর সাহেব ও
তাঁর দল
‘ইসলামী আন্দোলন বাংলাদেশ (ইআবা)’
নারীর নেতৃত্বকে হারাম বলে পরে আবার মেনে নিতে বাধ্য হয়েছেন ।
আজ আমরা নজর দেব আরেকটি দল-
‘ইসলামী ঐক্যজোটে’র প্রতি ।
ইসলামী ঐক্যজোটের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন মরহুম আলেম শায়খুল হাদীস আল্লামা আজিজুল হক ।
তিনি ছিলেন প্রখ্যাত মুহাদ্দিস এবং বাংলায় বুখারী শরীফ প্রথম পুর্ণাংগ অনুবাদক । একসময় তিনি ছিলেন হাফেজ্জী হুজুরের দল ‘খেলাফত আন্দোলনে’র
নায়েবে আমীর ।
পরে তিনি
‘ইসলামী শাসনতন্ত্র আন্দোলনে’র
সাথেও ছিলেন ।
আমাদের জানা আছে , তিনি ২০০১ এর নির্বাচনে খালেদা জিয়ার নেতৃত্বাধীন চারদলীয় জোটের সাথে ছিলেন ।
পরবর্তীতে জোট সরকার গঠনের পর তাঁর দলে ভাঙ্গন ধরে এবং তিনি খেলাফত মজলিসের সাথে জোট থেকে বের হয়ে যান । (খেলাফত মজলিস নিয়ে আমরা পরের পোস্টে কথা বলবো ।)
এরপর ইসলামী ঐক্যজোটের নেতৃত্বে থাকেন মুফতি আমিনী । আসুন দেখি মুফতি আমিনীর একটি বক্তব্য-
‘‘প্রয়োজনে নারী নেতৃত্ব জায়েজ আছে: আমিনি
ঢাকা: প্রয়োজনের সময় নারী নেতৃত্ব জায়েজ আছে বলে মন্তব্য করেছেন ইসলামী ঐক্যজোটের
(একাংশ) আমির মুফতী ফজলুল হক আমিনী।
বুধবার জাতীয় প্রেসকাবে সাংবাদিক সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ
মন্তব্য করেন।
জাতীয় নারী নীতি-২০১১-এর বিরোধিতা করে এই নীতিমালাকে হাদিসের সঙ্গে সাংঘর্ষিক বলে দাবি করেন আমিনী। তার এই দাবির পরিপ্রেক্ষিতে উপস্থিত সাংবাদিকরা ইসলামে নারী নেতৃত্ব হারাম কি না তা জানতে চাইলে তিনি বলেন নারী নেতৃত্ব হারাম কথাটা ঠিক,
কিন্তু প্রয়োজনের সময় নারী নেতৃত্ব জায়েজ আছে।
আমিনীর ভাষায়
‘কোথাও আগুন লাগলে সেটি নেভানোর জন্য নারী-পুরুষ সবাইকে এগিয়ে আসতে হয়। দেশে এখন আগুন লেগেছে,
তাই নারী-পুরুষ সবাইকে এগিয়ে আসতে হবে। সবাইকেই নেতৃত্ব দিতে হবে।’
(১৬ মার্চ ২০১১, বাংলানিউজটোয়েন্টিফোর.কম )’’
মুফতি আমিনীর ইন্তেকালের পর ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান হিসেবে দায়িত্বপালন করছেন মাওলানা আব্দুল লতিফ নেজামী এবং মহাসচিব হিসেবে মুফতি ফয়জুল্লাহ ।
এই দলটি এখন খালেদা জিয়ার নেতৃত্বাধীন সরকারবিরোধী ১৮ দলীয় জোটের সাথে আছে ।
এইসাথে একটি কথা বলে রাখি যে
, হেফাজতে ইসলামের আমীর আল্লামা শফী হলেন এই ইসলামী ঐক্যজোটের উপদেষ্টা পরিষদের প্রধান ।
সুতরাং দেখা যাচ্ছে যে
– কওমি ধারার শীর্ষ আলেমগন এবং দলও
‘প্রয়োজনে’ অথবা
‘বাধ্য হয়ে’ নারী নেতৃত্ব মেনে নিয়েছেন ।
(নারী নেতৃত্ব প্রসঙ্গে বাংলাদেশের ইসলামপন্থি দলগুলোর ভ্রান্তিবিলাস-০২)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন