এক রৌদ্রোজ্বল বিকেলে...

এক রৌদ্রোজ্বল বিকেলে...
সোহরাওয়ার্দী উদ্যানে

শুক্রবার, ২৩ এপ্রিল, ২০১০

পাতিমন্ত্রী

১.
গায়ে কালো কোট আছে তার
মাথায় বিশাল টাক
সেথায় বিশেষ কিছু ঢালতে
চেষ্টায় থাকে কাক !
২.
বটতলার উকিল তাকে
বলেন যখন শওকতে
একের পর এক মামলা ঠুকেন
মানহানির মওকতে !
৩.
জামাত শিবির দমন তাহার
একমাত্র ধ্যান জ্ঞান
মাইক মিডিয়া সামনে পেলেই
করেন শুধু প্যানপ্যান ।
৪.
দূর্নীতি করিয়া কোর্টে
হারান পিপি পদ
এখন তিনি পাতিমন্ত্রী
কী বিপদ বিপদ !
৫.
আপনারা তো চেনেন তাকে
স্বরাষ্ট্র ‘প্রতিবন্ধি’(!)
ইবলিশের সাথে যাহার
আছে বিশেষ সন্ধি !
৬.
জানা ছিল সবই আগে
রেডি ছিল কপ্টার
উড়ে গেলেন রাজশাহীতে
ঘুরিয়ে দিলেন নবটার !
৭.
ধরেন শিবির সবখানেতে
খালে বিলে জঙ্গলে
দিনরাত্রি হাত কচলান
এই দেশেরই মঙ্গলে !
৮.
ইসলামের নাম শুনলে যে তার
গায়ে আসে জ্বর
লুসিফারে করছে শুনি
তাহার ওপর ভর !
৯.
বাবরের অবস্থা দেখে
শিক্ষা নিতে তারে কই
নইলে বাছা টেরটি পাবেন
ঘাড়ে হাড়ে হাড়ে সই !



শুক্রবার, এপ্রিল 23, 2010

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন