এক রৌদ্রোজ্বল বিকেলে...

এক রৌদ্রোজ্বল বিকেলে...
সোহরাওয়ার্দী উদ্যানে

বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০১৩

আরাধ্য নাইওর

মাঝে মাঝে কড়া বাতাসেও চোখ জ্বালা করে
ধুলোবালিতে জট বেঁধে যায় চুল
কখনোবা কপালের সাথে সাথে
কুচকে যায় মনটাও
দুপুরের রোদের তীব্রতায় ।

এমন সময় নাইওর যাওয়া যায়না
গাড়োয়ানের কন্ঠ শুকিয়ে হয়ে যায় মরা নদী
তৃষ্ণায় হাহাকার করে ওঠে মহিষের চোখ
খড়ের গাদায় বসে অবাক চেয়ে থাকে চড়ুই ছানা
শুষ্ক ধুলোর মত হৃদয় ওড়ে গাঁয়ের পথধরে ।

বিকেলের মৃদু হাওয়ায় কেঁপে উঠলে নাড়ীর আহ্বান
গরুর গাড়ির সাথে দোলে সমস্ত শরীর
তখনি জীবন প্রবেশ করে
আরাধ্য নাইওরে । শিকড়ের শ্বাসমূলে ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন