এই দুর্বৃত্তে ভরা সময়ে
বন্ধুর পথে আমার ক্রমাগত পথচলা
সর্পিল আকাঙ্ক্ষার গতিধারায় জেগে ওঠা চর
আমাকেই পরিশুদ্ধ করে বারবার
অবিরাম ; অজ্ঞাতসারে ।
মানুষের সাথে আমার অন্তরের দুষ্টরথ
কিংবা নির্মল ভালোবাসার ঝর্ণাধারা
সবই আমার ঝুলিতে ভরে দেয়
আঊশের নতুন ধান
স্বর্নার্লী শীষ ।
অতীতের মুহূর্তগুলি
ভঙ্গুর ধুলিকনা হয়ে ছড়িয়ে থাকে
পথের উপর
নির্মম বর্তমানের অহরহ কষাঘাতে
তারা বাষ্পমান ।
আর ভবিষ্যতের অন্ধকারে ছিন্নভিন্ন আলোর মিশেল
টানে শুধু অজানা গন্তব্যের পানে ।
আমি চলি সময়ের সাথে
আর অভদ্র সময়ও চলে আমারই ছায়ায় ;
এই আমার জীবন
বিমূর্ত মন আর অসুন্দর কায়ায় ।
সোমবার, জুলাই 5, 2010
বন্ধুর পথে আমার ক্রমাগত পথচলা
সর্পিল আকাঙ্ক্ষার গতিধারায় জেগে ওঠা চর
আমাকেই পরিশুদ্ধ করে বারবার
অবিরাম ; অজ্ঞাতসারে ।
মানুষের সাথে আমার অন্তরের দুষ্টরথ
কিংবা নির্মল ভালোবাসার ঝর্ণাধারা
সবই আমার ঝুলিতে ভরে দেয়
আঊশের নতুন ধান
স্বর্নার্লী শীষ ।
অতীতের মুহূর্তগুলি
ভঙ্গুর ধুলিকনা হয়ে ছড়িয়ে থাকে
পথের উপর
নির্মম বর্তমানের অহরহ কষাঘাতে
তারা বাষ্পমান ।
আর ভবিষ্যতের অন্ধকারে ছিন্নভিন্ন আলোর মিশেল
টানে শুধু অজানা গন্তব্যের পানে ।
আমি চলি সময়ের সাথে
আর অভদ্র সময়ও চলে আমারই ছায়ায় ;
এই আমার জীবন
বিমূর্ত মন আর অসুন্দর কায়ায় ।
সোমবার, জুলাই 5, 2010
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন