মাননীয় ট্রাক, কেমন আছেন, ক্যামন?
বেয়াদবি নেবেন না প্লিজ, আপনার পা থাকলে,
পা ছুঁয়েই বলতাম । জাতির ক্রান্তিলগ্নে আপনার অসামান্য সেবা-
আমাদের চিরঋণী করেছে । মনে আছে, সেই আশির দশকে,
মিছিলের ওপর দিয়ে আপনি হেঁটে গেলেন
রাজকীয় কায়দায় ! কালো রাজপথ হঠাৎ পেয়ে গেল
লাল রঙা তরলের নোনতা স্বাদ ! সত্যি,
জনগনের জন্যে আপনার কী অসীম মমতা । ভাবতেই
চোখে জল এসে যায় !
.
তারপর ধরুন, মাননীয় ট্রাক, এই একবিংশ শতাব্দীতেও
ক'দিন আগেই, জাতির ক্রান্তিলগ্নে আপনি
নিজ আগ্রহে এগিয়ে এলেন আমাদের 'নিরাপত্তায়' !
ইট বালু কাঠ নিয়ে ঠায় দাঁড়িয়ে রইলেন,
দিনের পর দিন ! অমন কষ্ট কে করেছে কবে?
সত্যিই, মাননীয় ট্রাক, আপনি আমাদের এত ভালোবাসেন? ভাবতেই
চোখে জল এসে যায় !
মাননীয় ট্রাক, বেয়াদবি নেবেন না প্লিজ !
আমি আপনার একজন খুব সাধারণ প্রজা, ভুলচুক মাফ করবেন !
আপনার মহিমা বর্ণনা করা, সে আমার সাধ্য নয় ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন