এক রৌদ্রোজ্বল বিকেলে...

এক রৌদ্রোজ্বল বিকেলে...
সোহরাওয়ার্দী উদ্যানে

মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০১৪

বিকল্প

কলম ও কবিতার গলা টিপে ধরেছে বেরহম সময় !  
কাজ, ব্যস্ততা, বাস্তবতা, জীবন সংগ্রাম । এইসব অনাকাঙ্খিত শব্দের ঘেরাটোপে  
হাঁসফাঁস করছে কোমলমতি অনুভূতিরা। আফসোস ! কঙ্কাবতীর ডাকে এখন আর  
আকাশে ওড়েনা কোন পঙ্খিরাজ ! ডালিম কুমারও এখন খুব খুব ব্যস্ত ! তবে কি-  
সোনার কাঠি রুপোর কাঠি অযতনে পড়ে রবে অতল দীঘিতে ? অচেতন অনুভূতিগুলো  
বন্দী থেকে যাবে নিষ্ঠুর রাক্ষসের বুকের খাঁচায় ? ভোমরার প্রাণসংহার ছাড়া  
আর কোন বিকল্পই কি নেই ?  
 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন