এক রৌদ্রোজ্বল বিকেলে...

এক রৌদ্রোজ্বল বিকেলে...
সোহরাওয়ার্দী উদ্যানে

মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০১৪

আমি যেন রই মানবিক

কেউ না ডাকুক আমি যেন 
একলা একাই ফিরে আসি  
কেউ না বলুক আমি যেন 
একাই বলি 'ভালোবাসি' । 
সভ্যতা ও যুগের হাওয়া  
যাক চলে যাক যেমন যেদিক  
ভালো মন্দ সকল সময়  
আমি যেন রই মানবিক । 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন