
অচিন গুহায় লুকিয়ে রাখা
তালাবদ্ধ ‘সোনার খাঁচা’টার নড়বড়ে ডালা খুলে
আবার নতুন করে সাজাতে হবে , নবসজ্জ্বায় ।
আরো কিছু মায়াভরা দিন জমা হয়েছে জীবনের ঝুলিতে
আরো কিছু নতুন মুখ যুক্ত হয়েছে- ‘প্রিয়’দের সারিতে
সযত্নে রেখে দিতে হবে উড়ুক্কু এইসব নতুন পায়রা
সোনার খাঁচায় ।
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
জানিনা বারবার কোথা হতে আসে
বজ্জাত ইদুরের দল । ক্রমাগত ছিদ্র করে চলে সোনার খাঁচা
কুটকুট করে কাটতে থাকে অবিরাম ; সোনালী ডায়েরীর পাতা
পলকা হাওয়ায় উড়ে যায় আমার স্বপ্নময় দিনগুলি
খাঁচা খুলে দেখতে পাই শুধুই
একরাশ শূন্যতা...
তবুও অবুঝ শিশুর মত আমি গড়ে যাই ধুলোর সংসার
অলৌকিক সোনার খাঁচায় যত্ন করে রাখি
রুক্ষ শীতে ঝরে যাওয়া পাতার মত
ফেলে আসা মায়াবী দিন
আর প্রিয় মুখগুলি...

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন