ফেসবুকে
অনেক ধরণের ভাঁড় আছে । তারমধ্যে এক বিশেষ ধরণের গোপাল ভাঁড় আছেন যাদের কাজ
হলো সবসময় নারীর পর্দা নিয়ে ভজঘট করা । দুনিয়ার সব নারীকে পর্দা করানোই
যেন তাদের এই দুনিয়ায় একমাত্র কাজ । আল্লাহ তাদেরকে এই দায়িত্ব দিয়ে প্রেরণ
করেছেন ! এই কাজ করেই যেন তারা জান্নাতে দাখিল হয়ে যাবে । নিজের নামাজ ঠিক
আছে কিনা আল্লাহ মালুম , দায়িত্ব নিয়েছে মহিলাদের পর্দা করানোর !
.
মহিলাদের ঈমান আক্বিদা নামাজ রোযা ঠিক থাকুক আর নাই থাকুক , পর্দা করাতে হবে ! এদের দাওয়াতের নমুনা দেখলে গোপাল ভাঁড়ও লজ্জা পেতেন । বেচারার ভাগ্য ভালো , আগেই অক্কা পেয়ে রক্ষা পেয়েছে ।
.
কেউ কেউ আছে নিকাব নিয়া । মহিলারা নিকাব পড়বে কিনা সেটা তাঁদের ব্যাপার । কিন্তু সেই চিন্তায় এদের ঘুম হারাম (ঘুম কেন হারাম সেটা আর নাইবা বললাম !) । কেউ নিকাব করিয়েই ছাড়বে , নাহলে পারলে নিজেই ঠেলে অনিকাবীদের জাহান্নামে পাঠিয়ে দেয় আরকি ! আবার কেউ কেউ নেকাব খুলিয়েই ছাড়বে ! কেউ নেকাব পড়লে যেন তার গায়ে জ্বালা করে ফোস্কা উঠে যায় !
.
অথচ আল্লাহ মহিলাদের পর্দার আগে পুরুষের পর্দার কথা বলেছেন । সেই ব্যাপারে কোন কথা নাই । এরা আছে মহিলাদের পর্দা নিয়া । আগে মিয়া তোমার চোখ সামলাও , মহিলাদের ব্যাপারে এত নাক গলানোর দরকার নাই । তোমারটা তুমি দেখ , তাদেরটা তারা দেখবে । যদি পারো, নিজের মুহরেমাদের বোঝাও । তাতেই চলবে । পৃথিবীর সব নারীকে পর্দা করানোর দায়িত্ব কেউ তোমারে দেয় নাই ।
.
'মুমিনদেরকে বলুন , তারা যেন তাদের দৃষ্টি নত রাখে এবং তাদের যৌনাঙ্গের হেফাযত করে । এতে তাদের জন্য খুব পবিত্রতা আছে । নিশ্চয় তারা যা করে আল্লাহ তা অবহিত আছেন ।' [সুরা নুরঃ ৩০]
.
মহিলাদের ঈমান আক্বিদা নামাজ রোযা ঠিক থাকুক আর নাই থাকুক , পর্দা করাতে হবে ! এদের দাওয়াতের নমুনা দেখলে গোপাল ভাঁড়ও লজ্জা পেতেন । বেচারার ভাগ্য ভালো , আগেই অক্কা পেয়ে রক্ষা পেয়েছে ।
.
কেউ কেউ আছে নিকাব নিয়া । মহিলারা নিকাব পড়বে কিনা সেটা তাঁদের ব্যাপার । কিন্তু সেই চিন্তায় এদের ঘুম হারাম (ঘুম কেন হারাম সেটা আর নাইবা বললাম !) । কেউ নিকাব করিয়েই ছাড়বে , নাহলে পারলে নিজেই ঠেলে অনিকাবীদের জাহান্নামে পাঠিয়ে দেয় আরকি ! আবার কেউ কেউ নেকাব খুলিয়েই ছাড়বে ! কেউ নেকাব পড়লে যেন তার গায়ে জ্বালা করে ফোস্কা উঠে যায় !
.
অথচ আল্লাহ মহিলাদের পর্দার আগে পুরুষের পর্দার কথা বলেছেন । সেই ব্যাপারে কোন কথা নাই । এরা আছে মহিলাদের পর্দা নিয়া । আগে মিয়া তোমার চোখ সামলাও , মহিলাদের ব্যাপারে এত নাক গলানোর দরকার নাই । তোমারটা তুমি দেখ , তাদেরটা তারা দেখবে । যদি পারো, নিজের মুহরেমাদের বোঝাও । তাতেই চলবে । পৃথিবীর সব নারীকে পর্দা করানোর দায়িত্ব কেউ তোমারে দেয় নাই ।
.
'মুমিনদেরকে বলুন , তারা যেন তাদের দৃষ্টি নত রাখে এবং তাদের যৌনাঙ্গের হেফাযত করে । এতে তাদের জন্য খুব পবিত্রতা আছে । নিশ্চয় তারা যা করে আল্লাহ তা অবহিত আছেন ।' [সুরা নুরঃ ৩০]
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন