পথিক , দোহাই তোমার
এই পথে আবার ফিরে এসো । তোমার পায়ের ছাপ
এই বুকে জড়িয়ে নিলাম । পূর্বপুরুষের মত
পেরিয়ে গেলে ধুলোর সীমানা , বিস্মৃত হয়োনা আমায় ।
একটুকু ভালোবাসা দিও এই
মেঠোপথটারে ।
জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে
একবার স্মরণ কোরো , চলার পথে তোমাদের পদতলে
ধুলোমাখা আমিও ছিলাম ।
দাঁড়াও পথিক । শোনো ।
তোমার পিতা এবং তাঁদের পিতাও একদিন হেঁটে গেছেন
আমার এই দুর্বাঘাসের ওপর । কেউ আর আসেনিকো ফিরে ,
দোহাই তোমার ,অন্তত আর একটিবার তুমি
ফিরে এসো । একবার এখানে দাঁড়িয়ে জিজ্ঞেস কোরো
আমার কুশল ।
তোমাদের পদাঘাতে আজীবন পিষ্ট হলাম । বিনিময়ে , হে পথিক
মিনতি আমার , একটুকু ভালোবাসা দিও এই
মেঠোপথটারে ।
এই পথে আবার ফিরে এসো । তোমার পায়ের ছাপ
এই বুকে জড়িয়ে নিলাম । পূর্বপুরুষের মত
পেরিয়ে গেলে ধুলোর সীমানা , বিস্মৃত হয়োনা আমায় ।
একটুকু ভালোবাসা দিও এই
মেঠোপথটারে ।
জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে
একবার স্মরণ কোরো , চলার পথে তোমাদের পদতলে
ধুলোমাখা আমিও ছিলাম ।
দাঁড়াও পথিক । শোনো ।
তোমার পিতা এবং তাঁদের পিতাও একদিন হেঁটে গেছেন
আমার এই দুর্বাঘাসের ওপর । কেউ আর আসেনিকো ফিরে ,
দোহাই তোমার ,অন্তত আর একটিবার তুমি
ফিরে এসো । একবার এখানে দাঁড়িয়ে জিজ্ঞেস কোরো
আমার কুশল ।
তোমাদের পদাঘাতে আজীবন পিষ্ট হলাম । বিনিময়ে , হে পথিক
মিনতি আমার , একটুকু ভালোবাসা দিও এই
মেঠোপথটারে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন