এক রৌদ্রোজ্বল বিকেলে...

এক রৌদ্রোজ্বল বিকেলে...
সোহরাওয়ার্দী উদ্যানে

রবিবার, ৮ জুন, ২০১৪

ভালোবাসার কলস !

আজকাল কারো সাথে যেচে গিয়ে পরিচিত হই না তেমন একটা
আগের মত । ভীতু হয়ে গেছি খুব । নতুন কারো সাথে পরিচয় মানে 
ভ্রাতৃত্বের রজ্জুতে নতুন সুতো । আরো একটি বন্ধন । আরো একটি মায়াজালে
নিজেকে পেঁচিয়ে নেয়া । নতুন করে আরো কিছু 
ভালোবাসার আদান প্রদান ।


নতুন পরিচয় মানে নতুন প্রত্যাশার যোগ ।
আরো জোরে হাঁটার তাগিদ । এই ক্ষুদ্র পায়ে দুর্বল আমি
আর কত হাঁটবো বলো ?


ছোট্ট এ জীবনে স্বার্থপর আমি
ভালোবাসা দেয়ার চেয়ে, নিয়েছি যে ঢের বেশি । এইটুকু বুকে  
আর কত রাখবো বলো ?
ভয়ে আছি , এবার বুঝি সবটুকু উথলে উঠে
চোখ বেয়ে নেমে যাবে পথের ধুলোয় !



যদি পরিচিত হই
যদি ভালোবাসতে চাও আমায়, একটা রঙিন কলস দিও উপহার 
তার আগে । কথা দিতে পারি  ,  যতদিন আছে প্রাণ 
এই নরাধমের; কলসে ভরে তোমাদের ভ্রাতৃত্ব - ভালোবাসা 
রাখবো সযতনে ।  হৃৎপিণ্ডের খুব কাছাকাছি ।


যতটা কাছাকাছি হলে কলসের শীতলতা 
অনুভূত হবে রক্তের প্রতিটি কণিকায় । ছড়িয়ে পড়বে আমার
সমস্ত শরীর জুড়ে , প্রতিটি লোমকূপে !

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন