এক রৌদ্রোজ্বল বিকেলে...

এক রৌদ্রোজ্বল বিকেলে...
সোহরাওয়ার্দী উদ্যানে

বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০১৪

নির্লিপ্তের বর্ষাকাহন

আকাশ জুড়ে ভিড় করেছে নিকষ কালো মেঘ ,
মাঠে ঘাটে নেমেছে অবিরল বর্ষা 
সব কিছু আজ আমার কাছে অর্থহীন
আমার কী ?
বলতে পারো,
হাহাকার ছাড়া বর্ষার জলধারা
কবে কী এনেছে আমার জন্যে ?


ঝরো ঝরো বর্ষণে
হয়তো বেণুবনে বায়ু নাড়ে এলোকেশ
কাগজের নৌকোর মত যাচ্ছে ভেসে সোনার তরী
কদম গুলো পড়ছে ঝরে মৃদু হাওয়ায়
মহুয়ার বনে ছড়িয়ে আছে 
নাম না জানা ফুলের গন্ধ !  
আমার কী ?
সবকিছু আজ আমার কাছে অর্থহীন
বলতে পারো ,
হাহাকার ছাড়া বর্ষার জলধারা
কবে কী এনেছে আমার জন্যে ? 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন