ভিক্ষার চাল বেঁচে অট্টালিকা যায় কিনা গড়া ,
আমার জানা নেই । তবে
এইটুকু বেশ জানি, কুড়িয়ে পাওয়া ভালোবাসায়
ভরানো যায়না হৃদয় । ইতিহাস বলে , রাজত্ব না থাকলে
বানানো যায়না তাজমহল ।
তৃষ্ণার্ত আমি তাই মাইলকে মাইল পেরিয়ে
ফিরে যাই বারবার আশ্চর্য সিন্দুকে
যেখানে বেড়ে উঠেছিল আমার ক্ষুদ্র দেহের
প্রতিটি কোষ ,
ক্ষীনাঙ্গী এক মহীয়সীর ভেতর ।
ফিরে যাই সেই আশ্চর্য ভান্ডারে । যেন এক জাদুর কলস
যেখানে জমজম কূপের মত থইথই করে ভালোবাসা
সারাটি জীবন সেচেও কমাতে পারিনা ,
একফোঁটা শিশিরবিন্দু জল ।
আকণ্ঠ পান করি আমি, আশ্বিনের খরতাপে-
প্রখর রৌদ্র পেরিয়ে আসা ভিক্ষুকের মত
তৃষ্ণা মেটে তবু তৃষিত রয়ে যাই
ভয়ে কাঁপে হৃদয় , যদি সিন্দুকটা চুরি হয়ে যায় ?
যদি মহাজাদুকর কাটিয়ে দেয় জাদুর প্রভাব ?
কোথায় পাবো আমি একফোঁটা তৃষ্ণার জল ? কে তখন
হাতের পরশে মিশিয়ে দেবে
অনাবৃষ্টি-খরায় চৌচির হৃদয়ের সবটুকু ক্ষত ? না চাইতেই
কে হায়
ঢেলে দেবে এক ঘটি ভালোবাসা, আমার মাথায় ?
আমার জানা নেই । তবে
এইটুকু বেশ জানি, কুড়িয়ে পাওয়া ভালোবাসায়
ভরানো যায়না হৃদয় । ইতিহাস বলে , রাজত্ব না থাকলে
বানানো যায়না তাজমহল ।
তৃষ্ণার্ত আমি তাই মাইলকে মাইল পেরিয়ে
ফিরে যাই বারবার আশ্চর্য সিন্দুকে
যেখানে বেড়ে উঠেছিল আমার ক্ষুদ্র দেহের
প্রতিটি কোষ ,
ক্ষীনাঙ্গী এক মহীয়সীর ভেতর ।
ফিরে যাই সেই আশ্চর্য ভান্ডারে । যেন এক জাদুর কলস
যেখানে জমজম কূপের মত থইথই করে ভালোবাসা
সারাটি জীবন সেচেও কমাতে পারিনা ,
একফোঁটা শিশিরবিন্দু জল ।
আকণ্ঠ পান করি আমি, আশ্বিনের খরতাপে-
প্রখর রৌদ্র পেরিয়ে আসা ভিক্ষুকের মত
তৃষ্ণা মেটে তবু তৃষিত রয়ে যাই
ভয়ে কাঁপে হৃদয় , যদি সিন্দুকটা চুরি হয়ে যায় ?
যদি মহাজাদুকর কাটিয়ে দেয় জাদুর প্রভাব ?
কোথায় পাবো আমি একফোঁটা তৃষ্ণার জল ? কে তখন
হাতের পরশে মিশিয়ে দেবে
অনাবৃষ্টি-খরায় চৌচির হৃদয়ের সবটুকু ক্ষত ? না চাইতেই
কে হায়
ঢেলে দেবে এক ঘটি ভালোবাসা, আমার মাথায় ?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন