এক রৌদ্রোজ্বল বিকেলে...

এক রৌদ্রোজ্বল বিকেলে...
সোহরাওয়ার্দী উদ্যানে

শনিবার, ২৬ জুন, ২০১০

বৃষ্টিভেজা মন

উড়ু উড়ু মন আমার উড়ে যেতে চায়
উড়তে পারেনা তবু বৃষ্টিতে ভেজা ডানায়
বুকের ছোট্ট নীড়ে অভুক্ত দিন কেটে যায়
বৃষ্টিতে একাকার অশ্রু ধুয়ে যায় চোখের কোণায় ।

নকশী কাঁথার মাঠে জল থই থই
ঘরে একা বিরহী সোনা নিরুদ্দেশ রুপই
তবুও থামেনা আলো আধারি অঝোর বৃষ্টি
উড়তে পারেনা মন, দুচোখে বিষণ্ণ দৃষ্টি ।

এমন বৃষ্টি চাই অবিরল অঝোর ধারায়
অন্তরের পংকিলতা যেন যায় মুছে যায় ।





শনিবার, জুন 26, 2010

শুক্রবার, ১৮ জুন, ২০১০

মোহ

যখন ধৈর্যের বাঁধ ভেঙ্গে যায়
কিংবা পিঠ ঠেকে যায় দেয়ালে
কিংবা নিঃশ্বাস বন্ধ হয়ে আসে
কুপির তেল হয়ে যায় নিঃশেষ ।
এর ঠিক পুর্ব মুহূর্তেও একবার
দপ করে জ্বলে ওঠে জীবন। এগিয়ে যায়
ঝন্ঝার মত সামনে । অথবা
অনন্ত নীরবতায় ।

যখন আশার দেয়াল ধবসে পড়ে
বিশ্বাসের পর্বত উড়ে যায় তুলোর মত
ভালোবাসার সাগর শুকিয়ে চৌচির
কিংবা কল্পনার আকাশে অস্ত যায় সুর্য
ধূসর হয়ে যায় মোহময় চাঁদ তারাগুলি ।

তখনো ছোটে আদমের বংশধর অজানায়
করে হাহাকার-
জীবনে উন্নতি করতে হবে । গড়তে হবে সম্পদের পাহাড়
অবিরাম ছোটে শয়তানের চাকচিক্যময় মরিচীকায় ।

মানুষের মোহ কাটে না ।
যতক্ষণ না তাকে স্পর্শ করে মৃত্যুর পয়গাম ।




শুক্রবার, জুন 18, 2010