এক রৌদ্রোজ্বল বিকেলে...

এক রৌদ্রোজ্বল বিকেলে...
সোহরাওয়ার্দী উদ্যানে

বুধবার, ১৮ আগস্ট, ২০২১

বেকুব

 ধরেন আপনি এক বেকুবকে খুব পরামর্শ দিলেনঃ "দেখো ভাই, তোমাকে খুব বুদ্ধি করে চলতে হবে। প্রজ্ঞা ও বুদ্ধিমত্তার সাথে পরিস্থিতি বিশ্লেষণ করে সিদ্ধান্ত নিতে হবে।" 


তো এইটা দেখে আমি বুঝে গেলাম যে আপনিও একজন বেকুব। যার যেটুকু বুদ্ধি জ্ঞান আছে সে তো তার ভিত্তিতেই সিদ্ধান্ত নিবে! সে কীভাবে বুদ্ধিমত্তার সাথে কাজ করবে? বুদ্ধি যদি থাকতোই তাহলে তো সে শুরুতেই তার ভিত্তিতে কাজ করতো!! বা পরেও এমনিই করবে!! 


আবার দেখেন আমিও কীরকম একটা বেকুব যে আপনাকে পরামর্শ দিচ্ছি- বেকুবকে বুদ্ধিমানের মত কাজ করার পরামর্শ না দিতে!! কারণ, আপনি যে একটা বেকুব সেটা তো একটু আগেই প্রমাণ হয়ে গেছে 😂