এক রৌদ্রোজ্বল বিকেলে...

এক রৌদ্রোজ্বল বিকেলে...
সোহরাওয়ার্দী উদ্যানে

রবিবার, ৭ অক্টোবর, ২০১২

পানকৌড়ি মন

ঐ এক পানকৌড়ি উড়ে গেল কোনখানে 
ঘোলাজলে বড়শি ডোবানো বালক 
চেয়ে ছিল সেদিকেই । 
হঠাত্‍ টান পড়ে হাতে ; হয়তো কোন সরপুটি 
গিলে ফেলেছে ফাঁদের কেঁচোটিকে ! 

বয়সন্ধিক্ষণ পেরোনো বালকের চোখ 
মাঝে মাঝে আটকে যায় ওপাড়ার নীলিমার মুখে 
বিকেলবেলায় । পানকৌড়ির মত- 
পানি ছুঁয়ে উড়ে যায় বিচলিত মন 
তপ্ত দুপুরে নিঃশব্দ বটের ছায়ায় । 

ভেজা পায়ে তীরের সবুজ দুর্বাঘাসের ছোঁয়া 
টেনে নেয কখনোবা দেহের উর্ধ্বভাগ ; 
আনুভূমিকতায় 
তারপর সচেতন অবচেতনায় 
মিশে যায় সময়ের সোঁদা নিঃশ্বাস 
মাটির আম্বর ঘ্রাণে ।



রবিবার, অক্টোবর 7, 2012
http://goo.gl/0pqZ3

শুক্রবার, ৫ অক্টোবর, ২০১২

কুনো-বন্ধু

বহুদিন কুনোব্যাঙ দেখিনা 
শুনিনা ঘ্যাঙর ডাক 
সিঁড়ি বেয়ে তারা উঠতে পারেনা 
এই চারতলায় । 

ছেলেবেলার সেই ডোবা বাসী কুনো-বন্ধুরা 
হয়তো মরে গেছে কবে 
মিশে গেছে ঢোঁড়া সাপের দেহের ভেতর 
হয়তো আজো ডাকে অবিরাম 
প্রজনন ঋতুতে 
বেলুনের মত গলা ফুলিয়ে ডোবার কিনারায় 
তাদেরই বংশধর । 

ভেজামাটির গন্ধমাখা বাদল দিনে 
টুপটুপ বৃষ্টির শব্দে যখন মিশে যায় 
লম্বা ঠ্যাংওয়ালা কোলাব্যাঙের গান 
বড্ড পানসে আর বেসুরো মনে হয় 
বিঠোফেনের সুর 
তোমাদের মেটালিকা স্করপিয়ন কিংবা লিংকিন পার্ক 
জ্বালা ধরায় আমার নরম মাটির কানে । 

আমি ফিরে যাবো আমার কুড়েঘরে 
ঘোলাপানির নদীর ধারায় 
কচুপাতার ছাতা হাতে হাঁটবো নিরন্তর 
আমার ছোট্ট হাতে মুঠোভরে নেব 
আঙিনায় উড়ে আসা দুটো কৈ মাছ 
হঠাত্‍ গুরুম করে বিদ্যুত্‍ চমকালে 
অজান্তে জড়িয়ে ধরবো মায়ের আঁচল 

সভ্যতার নামে আমাকে আটকে রেখোনা আর 
এই কনক্রিট পাথুরে গুহায় ।



শুক্রবার, অক্টোবর 5, 2012
http://goo.gl/GIXt4